How to Order

ঐতিহ্যের পণ্য অনলাইন ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে বিক্রয়সেবা চালু হয়েছে। আমাদের নিশ্চয়তা থাকবে ঘরে বসে রাসায়নিকমুক্ত খাদ্য পণ্য  পাওয়ার। প্রবাসীরাও ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে দেশে তাদের স্বজনদের কাছে ঐতিহ্যের পণ্য পৌঁছে দেওয়ার সুবিধা পাচ্ছেন। 

আমাদের ওয়েবসাইটে ঐতিহ্যের পণ্য সম্পর্কিত ব্লগে আম সহ অন্য পণ্যের বিস্তারিত তথ্য দেওয়া আছে। মৌসুমের কোন সময় কোন আম পাকে—এ তথ্য যেমন আছে তেমনি আম বাগান করা, আমের পরিচর্যা এবং আম সংরক্ষণের যাবতীয় তথ্যও আমের পাশাপাশি হয়েছে অন্য পণ্য নিয়েও যাবতীয় তথ্য। যে পণ্য নিতে আগ্রহী সেটা নির্বাচিত করে পরিমাণ নির্ধারণ করে বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে ও ঠিকানা দিয়ে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন বা ওয়েবসাইটে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা পেজে প্রাপকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও পণ্যের নাম ও পরিমান দিতে হবে। আমাদের প্রতিনিধি দ্রুত আপনার সাথে যোগাযোগ করবেন, ও এড্রেস কনফার্ম করার পর পেমেন্ট ক্লিয়ার হলে গ্রাহকের পছন্দমতো কুরিয়ারের মাধ্যমে পণ্যটি প্রেরণ করা হবে।  কল অপশন ব্যবহার করে বিক্রেতার সঙ্গে সরাসরি কথাও বলে নিতে পারবেন।

আমের ক্ষেত্রে চাইলেই যেকোনো সময়ে যেকোনো আম সরবরাহ করা হবে না। আম পাকার সময়সূচি অনুযায়ী মিলবে পছন্দের আম। এতে করে যে আমটি পরে পাকবে, সেটি ওয়েবসাইটের মাধ্যমে কোনোভাবেই আগে পাওয়ার সুযোগ নেই। প্রাকৃতিকভাবে আম পাকার স্বার্থেই উদ্যোক্তা এই নিয়ম অনুসরণ করছেন।  পাশাপাশি অন্য সকল পণ্য চাহিদা অনুযায়ী সময় সাপেক্ষে দ্রুততার সাথে পেরন করা হবে।